এক সপ্তাহে ‘ম্যাজিক মামনি’ দেখেছেন সাড়ে চার লাখ দর্শক

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। একাধিক কারণে তিনি একই সঙ্গে আলোচিত এবং সমালোচিত। আবার নতুন করে আলোচনায় এলেন তিনি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি-২’ ছবিতে ‘ম্যাজিক মামনি’ শিরোনামে একটি আইটেম গানে পারফর্ম করেছেন তিনি।
গত ৪ জুন ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরই মধ্যে রেকর্ডসংখ্যক দর্শক গানটি ইউটিউবে দেখে ফেলেছেন। আজ ১২ জুন শুক্রবার পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ৫০০ দর্শক গানটি দেখেছেন এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
এক সপ্তাহেই দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে ‘ম্যাজিক মামনি’। ‘বাবলি না, আমি লাভলী না, নই বিল্লো রানী, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’—কথার এই গানে বেশ আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে মাহিকে। এর আগে ক্লাব ড্যান্সে এত আকর্ষণীয়ভাবে খুব কমই দেখা গেছে তাঁকে।
‘অগ্নি-২’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। আগামী রোজার ঈদে বাংলাদেশ ও ভারতে একযোগে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি এবং কলকাতার ওম প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘ম্যাজিক মামনি’-এর কথা লিখেছেন ওপার বাংলার গীতিকার রিদ্দি। স্যাভির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাকর।