হিরানিকে দেখে নেবেন ইরানি, যদি

অভিনয় দিয়ে বলিউডে ভিন্ন অবস্থান তৈরি করে নিয়েছেন বোমান ইরানি। তাঁর অভিনীত অসংখ্য ভিন্নধর্মী চরিত্রের মধ্যে ‘মুন্না ভাই’ সিরিজের চরিত্রগুলো বেশ জনপ্রিয়। তাই আবারও এই চরিত্রে অভিনয়ের জন্য উন্মুখ হয়ে আছেন ইরানি। আর তিনি বলেছেন, যদি রাজকুমার হিরানি মুন্না ভাইয়ের পরবর্তী ছবিতে তাঁর জন্য কোনো চরিত্র না রাখেন তাহলে তিনি হিরানির ওপর ‘সন্ত্রাসী হামলা’ করবেন, ‘দেখে নেবেন’ তাঁকে। ৫৭ বছর বয়সী এ অভিনেতা মুন্না ভাই চলচ্চিত্রের প্রথম পর্বে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সবার মন জয় করছিলেন। পরে মুন্না ভাই সিরিজের দ্বিতীয় ছবি ‘লাগে রাহো মুন্না ভাই’, এবং একই নির্মাতার ‘থ্রি ইডিয়টস, ‘পিকে’র মতো ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
সম্প্রতি রাজকুমার হিরানি ঘোষণা দিয়েছেন, মুন্না ভাই সিরিজের তৃতীয় পর্বের নির্মাণকাজ শুরু করবেন তিনি। আর এ খবরে নড়েচড়ে বসেছেন বোমান ইরানি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি কপট হুমকি দিয়ে বলেন, ‘আমি চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছি। ছবিতে প্রথম দুই চরিত্র সার্কিট ও মুন্না তো থাকছেই। তৃতীয় চরিত্র থেকে শেষ পর্যন্ত নতুন চরিত্র তৈরি করা হবে। তবে আমি রাজকুমার হিরানির ওপর সন্ত্রাসী হামলা করব, যদি সেখানে আমার জন্য কোনো চরিত্র না রাখা হয়।’ ইরানি যে বেশ মজার মানুষ সে তো আর বলার অপেক্ষা রাখে না।
ইরানি আরো জানান, বর্তমানে হিরানি সঞ্জয় দত্তের বায়োপিক ‘দত্ত’ নিয়ে ব্যস্ত রয়েছে। যখন এই কাজ শেষ হবে তখনই মুন্না ভাই চলচ্চিত্রের কাজ শুরু হবে বলে জানান ইরানি।
মুন্না ভাই সিরিজের প্রথম ছবিতে ইরানি ড. আস্তানা চরিত্রে অভিনয় করেছিলেন এবং দ্বিতীয় ছবিতে তিনি একজন অসাধু ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেন।