ঐশ্বরিয়ার বাবার প্রয়াণে অমিতাভের শোক

ঐশ্বরিয়া রায়ের বাবা কৃষ্ণরাজের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। শনিবার রাতে নিজের টুইট অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ডেথ হ্যাজ বাট ওয়ান এন্ড… অ্যান্ড ওয়ার্ডস ক্যাননট ডিফাইন ইট।’ অর্থাৎ মৃত্যুর পরিণতি একটাই… এবং কোনো শব্দ দিয়ে এটিকে ব্যাখ্যা করা যায় না।
৭৪ বছর বয়সী এই অভিনেতা এ হারানোর শোক প্রকাশ করেছেন তাঁর ব্লগেও। তিনি লিখেছেন, ‘হারানো জনের স্মৃতিগুলো বারবার মনে পড়ছে এবং সেসব মুহূর্ত যা তাঁর কথা মনে করিয়ে দেয়, তারপর সেই মুহূর্তগুলো দুঃখ ও বিষাদের মধ্য দিয়ে যাচ্ছে- যা শোক এবং মনঃক্ষুণ্ণ অবস্থাকে আরো বাড়িয়ে দিচ্ছে।’
‘এ এক বাস্তবতা থেকে শেষ পরিণতির দিকে হাঁটা… মৃত্যুকে আলিঙ্গন করা, তাঁর পরিবহন, ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা… রীতি, প্রথা, মন খারাপ নিয়ে দেখতে আসা লোকজন, তাদের সান্ত্বনা পাওয়া, শেষকৃত্য, তাঁকে শ্মশানে বহন করে নিয়ে যাওয়া, শ্মশান নির্বাচন, শবদাহ করা… কী বলবেন, কী রাখবেন, কোথায় রাখবেন সবকিছুতেই দুঃখ ও চলে যাওয়ার বেদনায় ভারাক্রান্ত।’ বলেন অমিতাভ।
কৃষ্ণরাজ মুম্বাইয়ের অদূরে লীলাবতী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ছিলেন। সেখানে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কৃষ্ণরাজ লীলাবতী হাসপাতালের চিকিৎসক লেফটেন্যান্ট জেন ভি রবিশংকরের তত্ত্বাবধানে ছিলেন। তিনি বলেন, কৃষ্ণরাজ লিম্ফোমাতে (এক ধরনের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। কৃষ্ণরাজ ও তাঁর স্ত্রী ব্রিন্দার দুই সন্তান— একজন ঐশ্বরিয়া, অন্যজন আদিত্য।
ভিলে পারলে সেভা সানস্থান শ্মশান ভূমিতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণরাজ রাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেখানে অমিতাভ বচ্চন কৃষ্ণরাজের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন। কৃষ্ণরাজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন, শাহরুখ খান, কুনাল কাপুর, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, আশুতোষ গৌরীকরসহ বলিউডের নামি তারকারা।