সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের প্রেমিকা কারিশমা

“নায়ক নেহি খলনায়ক হু ম্যায়”, ১৯৯৩ সালে খুব কম অভিনেতাই নায়ক থেকে খলনায়ক হওয়ার সাহস পেতেন। আর তিনি পেরেছিলেন বলেই তিনি সবার থেকে আলাদা। তিনি সঞ্জয় দত্ত। খলনায়ক, বাস্তব, মুন্না ভাই এমবিবিএসের মতো হিট ছবি তাঁর দখলে। বলিউডের ছবিরগুলোর মতোই তাঁর বাস্তব জীবনও কম বিচিত্র নয়। বারবার বিতর্কে জড়িয়েছেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে তাঁকে জেলও খাটতে হয়েছে। তাই তাঁর জীবন নিয়েই ‘পিকে’ খ্যাত নির্মাতা রাজকুমার হিরানি নির্মাণ করছেন সঞ্জয়ের জীবনী নির্ভর ছবি “দত্ত”। কে অভিনয় করছেন এই বায়োপিকে, সেটা নিয়ে প্রথম থেকেই চলছে জোর আলোচনা।
নির্মাতা হিরানি আগেই ঘোষণা করেছিলেন সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায় সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা ও মনীষা কৈরালা ছাড়াও এ চলচ্চিত্রে আরো অভিনয় করবেন কারিশমা তান্না।
১৯৯৩ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া কারিশমা তান্না অভিনয় ছাড়াও মডেলিং ও উপস্থাপনা করেন। ‘কিউকি শাস ভি কাভি বাহু থি’, ‘নাগার্জুন’, ‘এক যোদ্ধা’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এ ছাড়া ‘বিগ বস ৮’ ও ‘ঝলক দিখলাজা’তে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত প্রথম ছবি ‘গ্র্যান্ড মাস্তি’ মুক্তি পায় ২০১৩ সালে।
কারিশমা তান্না এমন একজনের চরিত্রে অভিনয় করবেন যার সঙ্গে সঞ্জয়ের বাস্তব জীবনে ভালোবাসার সম্পর্ক ছিল। এই অভিনেত্রী ইতিমধ্যে টানা তিনদিন শুটিং করে চলচ্চিত্রে নিজের অংশের কাজ শেষ করেছেন। একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এ অভিনেত্রী বলেন, যদিও তাঁর চরিত্র একটি ক্যামিও চরিত্র, তবুও বায়োপিকটিতে তাঁর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিকের চিত্রায়ন চলছে মুম্বাইতে। যেখানে রণবীর কাপুর পর্দায় নিয়ে আসছেন সঞ্জয় দত্তের জীবনকাহিনী, মনীষা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিস দত্তের চরিত্রে, দিয়া মির্জা অভিনয় করছেন মানায়াতা দত্তের চরিত্রে। আনুশকা শর্মা থাকছেন সাংবাদিক চরিত্রে এবং সঞ্জয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এমন আরেকটি চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর।