ব্রাহ্মণবাড়িয়ায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের বগির হোস পাইপ ছুটে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দেড় ঘণ্টা পর দ্রুত মেরামতের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনগত রাত ৩টা ২০ মিনিটে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, তূর্ণা নিশীথার ইঞ্জিনের তৃতীয় বগির হোস পাইপ ছুটে গেলে ট্রেনটি থেমে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর দ্রুত মেরামতের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ কারণে পিছনে থাকা ঢাকা মেইল ও উপবন এক্সপ্রেস দীর্ঘ সময় আটকা পড়ে।