ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন বলেন, ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।