রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগে ২০ হাজার মানুষ

বর্ষা এলেই পানির নিচে তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার থেকে মাশাউরা যাওয়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি। এর ফলে কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি হয়ে পড়ে চলাচলের অনুপযোগী।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বেহাল দশার কারণে বিয়ে-শাদি আটকে যাচ্ছে, শিক্ষার্থীরা ঝরে পড়ছে, রোগী ও স্বজনরা আতঙ্কে দিন কাটাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হতেও ভোগান্তি পোহাতে হয়। গাড়ি না আসায় রোগীদের কাঁধে করে হাসপাতালে নিতে হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বর্ষায় নিয়মিতভাবে রাস্তাটি ডুবে যায়। ফলে সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হয়। এতে তাদের উপস্থিতি কমে যায় এবং পড়ালেখায় ব্যাঘাত ঘটে।
বিজয়নগর উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, বর্তমানে রাস্তাটি কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। ভবিষ্যতে কোনো প্রকল্প চালু হলে সেটির আওতায় সড়কটির উন্নয়নের জন্য সদর দপ্তরে প্রস্তাব করা হবে।