টিফিনের টাকায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা শহরের কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম ফুরকান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মো. আব্দুল্লাহ, সোলেয়মান সিয়াম প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এ বছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ।