আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে দেবগ্রামের আরিফ মিয়ার বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-আরিফুল্লাহ আরিফ (৪২), মো. হেলাল মিয়া ওরফে হেলাম (৩২), মো. খোকন (৩০), একরাম হোসেন সৌরভ (৩০), মো. শফিকুল ইসলাম (৩১), শাহজাহান মিয়া (৫০) ও নাছিমা বেগম (৩৫)।
পুলিশ জানায়, অভিযানে ডাকাত দলের কাছ থেকে পাঁচটি বিভিন্ন ধরনের ছুরি, লোহার দুটি অস্ত্র এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পাঠানো এক বার্তায় পুলিশ জানায়, দেবগ্রাম এলাকায় ডাকাতবিরোধী অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৪-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে সাতজনকে হাতেনাতে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ডাকাত বিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।