পাবনায় ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত

ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
যাত্রীরা বলেন, ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছানোর সময় হঠাৎ বিকট শব্দে বগি লাইনচ্যুত হয়। অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো খবর নেই। পূজার ছুটিতে বাড়ি যাচ্ছিলেন অনেকেই, তাদের দুর্ভোগ সীমাহীন।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
এদিকে এ বিষয়ে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন ঠিকই, তবে বিস্তারিত জানেন না।