আখাউড়ায় এসি বিস্ফোরণে রেলের সিগন্যাল কেবিনে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হঠাৎ করেই নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সিগন্যাল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অফিসকক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। পরে রেলওয়েকর্মী ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে পানি এনে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের পর মূল (মেইন) লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও লুপ লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার কিছুটা ক্ষতি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে সিগন্যাল ব্যবস্থা পুনরায় সচল করতে কাজ চলছে।