ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেনের একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছিল। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত পৌঁনে ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া কলেজ রেলক্রসিং অতিক্রম করে স্টেশনে প্রবেশের সময় “চ” কোচের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লাইনচ্যুতির কারণে ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে থাকে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ‘ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছিল। রেলওয়ের টিম উদ্ধার কাজ সম্পন্ন করেছে। রাত পৌঁনে ৮টার দিকে ডাউন লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়।’