জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি : এনটিভি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের সময় ভুল করে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে, যার ফলে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এই ঘটনার পর জয়দেবপুর-রাজবাড়ী রোডে সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। আপাতত ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।