গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী আমবাগ এলাকায় নাদের আলী স্কুলের পিছনে ঝুটের কারখানায় সন্ধ্যার পর হঠাৎ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। কাপড়ের ঝুটে লাগা আগুন মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশের স্কুল ভবনে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, ঝুটের গোডাউনে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে না গেলে আগুন নিভানো যায় না।