চাঁদাবাজির প্রতিবাদে সিএনজিচালকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ এবং মহাসড়কে বাধাহীন চলাচলের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকরা গাজীপুরের নাওজের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অবরোধ করা হয়।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে পুলিশের আশ্বাসে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চালাতে গিয়ে তারা নানা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে পুলিশের কতিপয় সদস্য অন্যায়ভাবে গাড়ি আটকে মিথ্যা মামলা দায়ের ও চাঁদাবাজি করছেন। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন।
এদিকে, অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সিএনজিচালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।