উদ্বোধনের পরই জমে উঠেছে মোটরসাইকেলের হাট

পুরোনো মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের হাট দেশের বিভিন্ন এলাকায় পরিচিত হলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবারের মতো তা যাত্রা শুরু করল। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার শিবপুর-রাধিকা সড়কের কনিকাড়া ব্রিজ সংলগ্ন জল্লা মেয়র মার্কেটের সামনে ব্যতিক্রমী এই মোটরসাইকেলের হাটের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু।
উদ্বোধনের পর থেকেই ক্রেতা-বিক্রেতা ও বাইকপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে এ হাট। হাটে নবীনগর ছাড়াও আশপাশের বেশ কয়েকটি উপজেলা থেকে এসেছেন ক্রেতা-বিক্রেতারা।
কৃষ্ণনগর থেকে হাটে মোটরসাইকেল বিক্রি করতে আসা সুজন সরকার বলেন, আমি আমার সুজুকি জিক্সার বাইকটি বিক্রি করার জন্য এসেছি। প্রথম দিনেই যে পরিমাণ ক্রেতা দেখছি তাতে মনে হচ্ছে খুব অল্প সময়ে শখের মোটরসাইকেলটি বিক্রি করতে পারব।
হোসাইন ইসলাম নামে এক বাইকপ্রেমী দর্শনার্থী জানান, নিজ উপজেলায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য আজকে যে হাটের কার্যক্রম শুরু হলো তা বাইকপ্রেমীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাট পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সাইফুল হক বাবু বলেন, নবীনগরে পুরোনো মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের দারুণ চাহিদা থাকায় আমরা এ হাটের আয়োজন করেছি। আমাদের হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাটের কার্যক্রম চলবে।