রাশিয়ার দুই শহরে জরুরি অবস্থা জারি

৩০ জুলাই রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস কর্তৃক প্রকাশিত একটি ড্রোন হ্যান্ডআউট ফুটেজ থেকে নেওয়া এই ভিডিওটিতে রাশিয়ার উত্তর কুরিল দ্বীপপুঞ্জের প্যারামুশির দ্বীপে সুনামি-বিধ্বস্ত সেভেরো-কুরিলস্ক দেখানো হয়েছে। ছবি: এএফপি
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহরের মেয়র ইভগেনি বেলায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আজকের ভূমিকম্পের কারণে পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে জরুরি অবস্থা কার্যকর হয়েছে।” খবর আল জাজিরার।
ইভগেনি বেলায়েভ আরও বলেন, সব জরুরি পরিষেবা উচ্চ সতর্কতায় কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘোষণার মাধ্যমে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, জননিরাপত্তা এবং জরুরি সহায়তা আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এরইমধ্যে রাশিয়া ও জাপানে সুনামি আঘাত হেনেছে।