যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে সুনামি

২৯ জুলাই সুনামির সতর্কতার মধ্যে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা সমুদ্র সৈকতের ওপর দিয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের হেলিকপ্টার উড়ছে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরেতে প্রথম সুনামির ঢেউ আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা ৪৮ মিনিটে সুনামির ঢেউ আঘাত হানে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাসোসিয়েশন (এনওএএ) তথ্যটি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
এ ঘটনার পর মন্টেরে হারবার, ব্রেকওয়াটার কোভ এবং আশপাশের এলাকাগুলোর জনসাধারণকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলো থেকে লোকজনকে উঁচু এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং জরুরি পরিষেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

এর আগে, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।