গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫১ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই জরুরি ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।
এদিকে, আল জাজিরার এক তদন্তে উঠে এসেছে, ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের নির্দেশে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের ৮৩.৫ শতাংশ এলাকা ফিলিস্তিনিরা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় "গণহত্যামূলক অভিযান" চালানোর অভিযোগ তুলেছেন।

অপরদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির নতুন এক প্রস্তাব বিবেচনা করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।