গোপালগঞ্জে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকসহ নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক ও একটি পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার শামসুল মোল্লার ছেলে পিকআপের হেলপার ইয়াসিন মোল্লা (৪০) এবং খুলনার দামোদর গ্রামের একরামুল ফকিরের ছেলে ট্রাকচালক ইরফান ফকির (৪০)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মুরাদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, খুলনাগামী একটি ট্রাক সদর উপজেলার ডুমদিয়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় একটি পিকআপ ভ্যান ওই স্থান দিয়ে যাওয়ার সময় সাহায্যের জন্য থামে। এরপর ট্রাক ও পিকআপের লোকজন ট্রাকটি সচল করতে চেষ্টা চালায়। এ অবস্থায় কিছুক্ষণ পর অজ্ঞাতনামা একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ফলে পিকআপের হেলপার ইয়াসিন মোল্লা ও ট্রাকের হেলপার মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের হেলপার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
এসআই রোমান মোল্লা বলেন, এ সময় ট্রাকের চালক ইরফান ফকিরকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজখবর করা হয়। তারা ধারণা করেছিল যে, ট্রাকচালক হয়তো দুর্ঘটনার কারণে পালিয়ে আত্মগোপন করেছেন। কিন্তু হাইওয়ে পুলিশের একটি দল ভোরে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরানোর সময় ট্রাকের নিচ থেকে চালক ইরফান ফকিরের মরদেহ উদ্ধার করে। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।