ভুল কৌতুকে মামলা!

‘এলেন ডেজেনেরেস শো’ নামে টিভি অনুষ্ঠানের উপস্থাপকের ভূমিকায় এলেন ডেজেনেরেস। ছবি : দি ইনডিপেনডেন্ট
অচেনা এক নারীর নামের বানানে ভুল করে মামলায় অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা এবং অভিনেত্রী এলেন ডেজেনেরেস। সম্প্রতি জর্জিয়ার এক নারী তাঁর নামের ভুল উচ্চারণ এবং স্তনবিষয়ক কৌতুকে তাঁর নাম অভিযুক্ত করায় বিখ্যাত এই কৌতুকাভিনেতার বিরুদ্ধে মামলা করেন। আজ রোববার দি ইনডিপেনডেন্ট এই খবর জানায়।
টিটি পাইরস নামে ৩৫ বছর বয়সী ওই নারীর দাবি, সম্প্রতি ‘এলেন ডেজেনেরেস শো’ নামে টিভি অনুষ্ঠানের একটি পর্বে তাঁর নাম ভুল উচ্চারণ করা হয়েছে এবং তাঁর নামের সমার্থক শব্দ ‘স্তন’- এটা উল্লেখ করা হয়েছে। যা তাঁর জন্য অত্যন্ত মর্যাদাহানিকর।
টিটি পাইরস আরো জানান, তাঁর নামের টিটি অংশটি এসেছে নাইজেরিয়া থেকে এবং যার অর্থ ‘ফুল’, স্তন নয়। ইনডিপেনডেন্টের প্রতিবেদকের কাছে তিনি আশা করেন, আদালত তাঁর মর্যাদাহানির ক্ষতিপূরণ ঠিকভাবেই দেবেন।