কংগ্রেসে ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাস

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত ট্যাক্স ও ব্যয় বিল পাস করেছে, যা প্রেসিডেন্টের অভ্যন্তরীণ এজেন্ডার জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) বিলটি ২১৮-২১৪ ভোটে পাস হয়। এর আগে মঙ্গলবার (১ জুলাই) সিনেটে এটি এক ভোটের ব্যবধানে অনুমোদিত হয়। খবর বিবিসির।
বিলে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবায় কাটছাঁট এবং পরিষ্কার জ্বালানি প্রকল্পের জন্য ট্যাক্স সুবিধা বাতিলের মাধ্যমে সাশ্রয় করা হবে। অন্যদিকে, ২০১৭ সালের ট্রাম্প ট্যাক্স ছাড় স্থায়ী করা, বকশিশ, ওভারটাইম ও সোশ্যাল সিকিউরিটি প্রাপকদের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়াসহ বেশ কিছু বড় ট্যাক্স ছাড় রাখা হয়েছে, যার ব্যয় ১০ বছরে প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই বিল “দেশকে রকেটশিপে পরিণত করবে”। তিনি ৪ জুলাই জাতীয় দিবসে বিলটির আইনে সই করবেন বলে আশা করা হচ্ছে।
তবে, কংগ্রেসনাল বাজেট অফিস সতর্ক করেছে, এই বিল আগামী ১০ বছরে ফেডারেল ঘাটতিতে ৩.৩ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে এবং লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারে। হোয়াইট হাউস অবশ্য এই পূর্বাভাস মানতে নারাজ।

ডেমোক্র্যাটরা বিলের কড়া সমালোচনা করে বলেছে, এটি ধনীদের জন্য ট্যাক্স ছাড়ের বিনিময়ে দরিদ্রদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কেড়ে নিচ্ছে।
হাউসের ভোটের আগে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ইতিহাসের দীর্ঘতম ভাষণ দিয়ে বিল পাসে বিলম্ব ঘটান। তার প্রায় ৯ ঘণ্টার ভাষণ ডেমোক্র্যাটদের আপত্তি স্পষ্ট করে তোলে।