ফেডারেল রিজার্ভ প্রধানকে অবিলম্বে পদত্যাগের আহ্বান ট্রাম্পের

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “‘অতিমাত্রায় দেরি’—তাকে এখনই পদত্যাগ করা উচিত!!!” খবর বিবিসির।
ট্রাম্পের পোস্টে যুক্ত করা এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির এক কর্মকর্তা ফেডের ওয়াশিংটন সদর দপ্তরের সংস্কার নিয়ে পাওয়েলের সাক্ষ্যের তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ট্রাম্পই প্রথম দফায় জেরোম পাওয়েলকে ফেড চেয়ার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে পাওয়েলের সমালোচনা করে আসছেন, বিশেষ করে সুদের হার যথেষ্ট কমানো হচ্ছে না বলে। তবে ট্রাম্পের ফেড চেয়ার অপসারণের সরাসরি আইনি ক্ষমতা রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
যদিও ট্রাম্প আগেই বলেছিলেন যে তিনি পাওয়েলকে বরখাস্ত করার ইচ্ছা রাখেন না, তবে এবার নতুন করে তাকে পদত্যাগের আহ্বান জানালেন। ট্রাম্প চান ফেড সুদের হার কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নিক।
মঙ্গলবার পাওয়েল বলেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, না হলে ইতোমধ্যে সুদের হার কমানো হতো। পর্তুগালে কেন্দ্রীয় ব্যাংকারদের এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাওয়েল বলেন, “হ্যাঁ, সেটাই সত্যি।”

ট্রাম্পের মন্তব্য নিয়ে বিবিসি যোগাযোগ করলে ফেড কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে বছরের শুরুতে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের আগে পাওয়েল স্পষ্ট করে বলেছিলেন, প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করতে বললেও তিনি তা করবেন না এবং আইনের অধীনে হোয়াইট হাউস তাকে জোরপূর্বক সরাতে পারে না। ১৯৩৫ সালের মার্কিন সুপ্রিম কোর্টের এক রায় অনুযায়ী, ফেডের মতো স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের কেবল “যুক্তিসঙ্গত কারণ” দেখিয়ে মেয়াদ শেষের আগে অপসারণ করা যায়।
এদিকে, বুধবার ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুল্টে কংগ্রেসকে পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত এবং বিভ্রান্তিকর সাক্ষ্যের তদন্তের আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে সিনেটে পাওয়েল বলেছিলেন, ফেডের সদর দপ্তরের সংস্কার ব্যয়ের রিপোর্ট “বিভ্রান্তিকর এবং অনেক ক্ষেত্রেই ভুল।”