রিপাবলিকানরা কেন ট্রাম্পের ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলের বিরোধিতা করছেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বিগ এন্ড বিউটিফুল’ কর ও ব্যয় বাজেট বিলটি কংগ্রেসে পাস করাতে গিয়ে নিজ দলের রিপাবলিকানদের মধ্যেই তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছে। প্রতিনিধি পরিষদে বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে। যেখানে দুজন রিপাবলিকান সদস্য দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। এই অভ্যন্তরীণ বিরোধিতা বিলটির চূড়ান্ত পরিণতি নিয়ে প্রশ্ন তুলেছে। খবর বিবিসিরি।
রিপাবলিকানদের বিরোধিতার মূল কারণ হলো বিলটির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব। ওহাইওর রিপাবলিকান প্রতিনিধি ওয়ারেন ডেভিডসন ও কেন্টাকির থমাস ম্যাসি বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। তাদের প্রধান উদ্বেগ হলো- এই বিল দেশের জাতীয় ঋণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) অনুমান করেছে, সিনেট কর্তৃক পাস হওয়া এই বিলটি ২০২৫ থেকে ২০৩৪ সালের মধ্যে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ফেডারেল ঘাটতি বাড়াবে। যা একটি বড় উদ্বেগের কারণ।
এছাড়া রিপাবলিকানদের একাংশ এই বিলের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক কর্মসূচিতে বরাদ্দ কাটছাঁটের বিরোধিতা করেছেন।
সিবিও অনুমান করেছে, বিলটি আইনে পরিণত হলে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ১১ দশমিক ৮ মিলিয়ন আমেরিকান স্বাস্থ্য বীমা হারাবে। এই ধরনের কাটছাঁট সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিরোধী রিপাবলিকানরা।
সিনেটেও কিছু রিপাবলিকান সদস্য বিলটির বিরোধিতা করেছেন। দুজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে বিলটির বিরুদ্ধে ভোট দেন। তারা বিলটিতে আরও পরিবর্তনের পক্ষে যুক্তি দিয়েছিলেন।

এর মধ্যে নর্থ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিস বিলটির বিপক্ষে ভোট দেওয়ার পরপরই ঘোষণা করেন, তিনি ২০২৬ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ট্রাম্প তাকে সমর্থন না করার হুমকি দিয়েছিলেন। টিলিস তার বিবৃতিতে বলেন, মূলত বিলটির বিরোধিতা করার কারণ হলো এটি নর্থ ক্যারোলিনার জন্য কয়েক বিলিয়ন ডলারের তহবিল হারানোর কারণ হবে। যার মধ্যে আমাদের হাসপাতাল ও গ্রামীণ সম্প্রদায়ও রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনচেতা ও আপস করতে ইচ্ছুক নির্বাচিত কর্মকর্তারা এখন ‘বিলুপ্তপ্রায় প্রজাতিতে’ পরিণত হয়েছেন।
ট্রাম্প ৪ জুলাইয়ের মধ্যে বিলটি আইনে পরিণত করার ঘোষণা দিয়েছেন। তবে নিজ দলের এই বিভাজন বিলটির চূড়ান্ত পাসের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।