টেক্সাসে বন্যা, ৬ জনের মৃত্যু

টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় দুর্দশার চিত্র। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় একই পরিবারের পাঁচজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, টেক্সাসের প্যালেস্টাইন এলাকায় বন্যায় একই পরিবারের পাঁচজন নিহত হন। এদের মধ্যে রয়েছেন এক দাদি এবং তাঁর চার নাতি-নাতনি।
এ ছাড়া ওই এলাকায় আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গতকাল শনিবার তাঁদের লাশ উদ্ধার করা হয়।
প্যালেস্টাইন এলাকার পুলিশ প্রধান জেমস মুনিজ বলেন, বন্যায় তাঁদের ঘর তলিয়ে যায়। এরপর নিজেদের জীবন বাঁচাতে তাঁরা বের হতে পারলেও বন্যার পানিতে ডুবে তাঁরা মারা যান।
এদিকে রাজ্যের হিউস্টন এলাকায় ঝড়ো বাতাসে বহু গাছপালা ভেঙে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সাতটি এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।