‘আমিরকে পাকিস্তানে যেতে বলার অধিকার কারো নেই’

ভারতের বর্তমান সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্যের পর তাঁকে ক্রমাগত হেয় ও কটাক্ষ করার প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতায় শহীদ মিনারের পাদদেশে জমিয়তে উলেমায়ে হিন্দের এক সভায় ভারতে অসহিষ্ণুতা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিনেতা আমির খানের কথা বলার সাংবিধানিক অধিকার রয়েছে। তেমনি সাংবিধানিকভাবেই কারো অধিকার নেই তাঁকে দেশ ছেড়ে পাকিস্তানে যেতে বলার।’ মুখ্যমন্ত্রী এ সময় বলেন, ‘আমির যা বলেছে সেটা ভুল না ঠিক সেটা বড়ো কথা নয়, কিন্ত তাঁর যে কোনো বিবৃতি দেওয়ার পূর্ণ অধিকার ছিল এবং আছে। আর সেটাই বড় কথা।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমিরের স্ত্রী কিছু একটা বলেছে, আর আমির সেটা প্রকাশ্যে বলেছে। এর জন্য কেউ আমির বা তাঁর স্ত্রীকে দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়ার কথা বলতে পারে না।’ মমতা অভিযোগ করে বলেন, ‘ভারতজুড়ে আজ এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যখন-তখন কাউকে তাদের বাক স্বাধীনতায় বাধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।’ শুধু আমির নয়, এর আগে শাহরুখ খানকেও আক্রমণ করা হয়েছে বলে উল্লেখ করেন মমতা।
আমিরের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতেও ছাড়েননি।
তৃণমূলনেত্রী সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাসহ (সিবিআই) কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতায় আছেন যখন, তখন করে নিন। তবে মনে রাখবেন, বড্ড বেশি সাহস দেখাচ্ছেন। কিন্তু সাহস যেন দুঃসাহস হয়ে না যায়। সাহস থাকা ভালো, কিন্তু অনৈতিক কারণে দুঃসাহস থাকা ভালো নয়।’ মমতা আরো বলেন, ‘শেষের দিকে দেশের সবাই ঘুমিয়ে পড়লেও আমি কিন্তু জেগে থাকব।’ কলকাতার শহীদ মিনার থেকে প্রতিবাদমঞ্চ প্রয়োজনে দিল্লিতে নিয়ে আন্দোলনে নামার কথাও বলেছেন মমতা।