ফ্লাইটে সহযাত্রীকে চড় মারায় এক যাত্রীকে নিষিদ্ধ করল ইন্ডিগো

ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সহযাত্রীকে চড় মারায় অভিযোগে এক যাত্রীকে ফ্লাইটে ওঠার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিমান সংস্থাটি। ফ্লাইটটি মুম্বাই থেকে কলকাতা যাচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি আসামের কাছাড় জেলার হোসেন আহমেদ মজুমদার নামের এক যাত্রীকে চড় মারেন। জানা গেছে, তিনি ফ্লাইটে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। ঘটনার পরদিনই ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, তারা বিমানে এমন উশৃঙ্খল আচরণ বরদাশত করে না এবং বিধি অনুযায়ী ওই যাত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “ফ্লাইটে নিরাপত্তা, সম্মানজনক পরিবেশ এবং আরামদায়ক যাত্রার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই এ ধরনের আচরণের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কে থাকা হোসেন আহমেদ মজুমদারকে ফ্লাইট অ্যাটেনডেন্টরা সিটে বসাতে সহায়তা করছেন, এমন সময় অপর এক যাত্রী তাকে বিনা উসকানিতে চড় মারেন।

ঘটনার আরও মজুমদার নিখোঁজ ছিলেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতা থেকে সিলচরের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও তিনি আর সেখানে পৌঁছাননি।
নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তাকে পাওয়া গেছে আসামের বারপেটা রেলস্টেশনে, যা কলকাতা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে এবং তার গন্তব্য সিলচর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ছিল।