কাশ্মীরে তীর্থযাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

তীর্থযাত্রী নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি : টাইমস অব ইন্ডিয়া
ভারতে তীর্থযাত্রী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে দেশটির জম্মু ও কাশ্মীর রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ছয় তীর্থযাত্রীকে নিয়ে হেলিকপ্টারটি কাটরা শহর থেকে বৈষ্ণুদেবীর মন্দিরে যাচ্ছিল বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জম্মু পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল দানিশ রানা পত্রিকাটিকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন মহিলা পাইলট। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পত্রিকাটির প্রতিবেদনে আরো জানানো হয়, ভারত শাসিত কাশ্মীরের উত্তরাঞ্চলের জম্মু এলাকায় অবস্থিত বিখ্যাত তীর্থক্ষের্থ বৈষ্ণুদেবীর মন্দির। কাশ্মীরের জম্মু নগরী থেকে এ তীর্থক্ষেত্রটি ৬০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই তীর্থদর্শনে আসেন।