১ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া

আগামী ১ আগস্ট থেকে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। ‘সেফটি পজ’ কার্যক্রমের পর এটাই তাদের প্রথম পুনরায় আংশিক চালু হওয়া আন্তর্জাতিক কার্যক্রম। খবর এনডিটিভির।
গত ১২ জুন ভয়াবহ এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত বা কমিয়ে দেয়। ওই সময়ে বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলোর কারিগরি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ আকাশপথ বন্ধ থাকায় বিকল্প দীর্ঘ রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এয়ার ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, ১ আগস্ট থেকে পাঁচটি রুটে আংশিকভাবে ফ্লাইট পুনরায় চালু করা হবে বা ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। আগামী ১ অক্টোবর থেকে ধাপে ধাপে সবকিছু স্বাভাবিক ফ্লাইট সূচিতে ফিরে আসবে।
এর মধ্যে দিল্লি–লন্ডন (হিথরো) ২৪টি সাপ্তাহিক ফ্লাইট ১৬ জুলাই থেকে পুরোপুরি চালু হবে। ১ আগস্ট থেকে ৪টির বদলে ৫টি সাপ্তাহিক ফ্লাইট চলবে দিল্লি–জুরিখ রুটে। দিল্লি–টোকিও (হানেদা) এবং দিল্লি–সিওল (ইঞ্চিওন) যথাক্রমে আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ ফ্লাইট ফ্রিকোয়েন্সি পুনরায় চালু হবে। ১ আগস্ট থেকে ৭টি সাপ্তাহিক ফ্লাইট চলবে দিল্লি–আমস্টারডাম রুটে।
এছাড়া নতুন রুট হিসেবে আহমেদাবাদ–লন্ডন (হিথরো) রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চালু হবে। এর মাধ্যমে আগের ৫ বার গ্যাটউইক রুটে চলা ফ্লাইট বন্ধ হবে।
অস্থায়ীভাবে স্থগিত বা কমানো রুটগুলোর মধ্যে রয়েছে বেঙ্গালুরু–লন্ডন (হিথরো): ৭টির বদলে ৬টি, ১ আগস্ট থেকে আরও কমে ৪টি হবে। দিল্লি–প্যারিস রুটে ১২টি থেকে কমে ৭টি ফ্লাইট চলবে। দিল্লি–মিলান রুটে ১৬ জুলাই থেকে ৪টির বদলে ৩টি ফ্লাইট চলবে। দিল্লি–কোপেনহেগেন রুটে কমে ৫টি থেকে ৩টি করা হয়েছে।
এছাড়া দিল্লি–ভিয়েনা ও আমৃতসর–বার্মিংহাম রুটে কমে ৩টি করে সাপ্তাহিক ফ্লাইট হবে। দিল্লি–বার্মিংহাম রুটে ২টি ফ্লাইট চলবে।
উত্তর আমেরিকার গন্তব্যগুলো যেমন ওয়াশিংটন, শিকাগো, সান ফ্রান্সিসকো, টরন্টো, ভ্যাঙ্কুভার, নিউইয়র্ক (জেএফকে ও নিউয়ার্ক) – এ ফ্রিকোয়েন্সি সাপ্তাহিক ৩ থেকে ৭ বার চলবে। দিল্লি–মেলবোর্ন ও দিল্লি–সিডনি রুটে ৫টি করে সাপ্তাহিক ফ্লাইট চলবে।
এদিকে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি স্থগিত থাকবে চারটি আন্তর্জাতিক রুট। এর মধ্যে রয়েছে আমৃতসর–লন্ডন (গ্যাটউইক), গোয়া (মোপা)–লন্ডন (গ্যাটউইক), বেঙ্গালুরু–সিঙ্গাপুর এবং পুণে–সিঙ্গাপুর রুট।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট এই সময়ের মধ্যে বাতিল বা পরিবর্তন হয়েছে, তাদের বিকল্প ফ্লাইট বা সম্পূর্ণ রিফান্ডের প্রস্তাব দেওয়া হচ্ছে। সংস্থাটি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, “১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিছু ফ্লাইট সূচি থেকে বাদ দেওয়া হবে। এজন্য যাত্রীদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করছি।”
সব মিলিয়ে, পুনরায় আংশিক চালুর এই সময়ে এয়ার ইন্ডিয়া ৬৩টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতি সপ্তাহে ৫২৫টির বেশি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে।