ছাত্রীকে সরকারি বাসভবনে ডেকে হয়রানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

ভারতের ওড়িশায় ফের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার সম্বলপুর শহরের গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার কয়েকদিন আগেই রাজ্যটির এক কলেজে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তুলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ জানিয়েছে, অধ্যাপক গোপীচাঁদ সুনা ওই ছাত্রীকে তার সরকারি বাসভবনে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তাকে যৌন নির্যাতন করেন। প্রাথমিক তদন্তে ছাত্রীর দেওয়া অভিযোগের সত্যতা পাওয়ার পরই অধ্যাপক সুনাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় মামলা করা হয়েছে। বিস্তারিত জানতে আরও তদন্ত চলছে।
গত এক সপ্তাহের মধ্যে ওড়িশার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত সোমবার (১৪ জুলাই) বালাসোরের ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজের এক ছাত্রী প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। এই বিষয়ে তিনি কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় নেতা এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। এরপরই তিনি কলেজে গিয়ে নিজের গায়ে আগুন দেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বালাসোরের এই ঘটনার পর রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। বিরোধী কংগ্রেসসহ আরও সাতটি রাজনৈতিক দল আজ ১২ ঘণ্টার রাজ্যব্যাপী ধর্মঘট পালন করে। এই ধর্মঘটের কারণে ওড়িশায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছিল। বিশেষ করে পরিবহণ ও ব্যবসা খাতে এর প্রভাব পড়ে।