ভারতে এবার গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি, নিহত এক

ভারতের হিমাচল প্রদেশে গরু পাচারের অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন একজন। এ ছাড়া আহত আরো চার অভিযুক্তকে গণপিটুনির পর উদ্ধার করে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার শিমলার কাছের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের সহকারী সুপার যোগেশ রোটা এনডিটিভিকে বলেন, জনতার হাতে পিটুনি খাওয়ার পর পাঁচ গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, পাঁচটি গরু ও ১০টি বাছুর নিয়ে একটি ট্রাক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকটিকে ধাওয়া করে। বিপদের আঁচ পেয়ে ট্রাকটির চালক আরেকটি যানকে আঘাত করে পালিয়ে যেতে চায়। তবে যখন পুলিশ ও গ্রামবাসী একসাথে ট্রাকটিকে ধাওয়া করে তখন লাওয়াসা চৌকি স্কয়ারে ট্রাকটি থামিয়ে সেখান থেকে কয়েকটি গরুকে ছুড়ে ফেলতে থাকে অপরাধীরা। এ সময় ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। এ ছাড়া গুরুতর আহত হয় আরো পাঁচটি গরু-বাছুর।
এরপর ট্রাকটি ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায় পাঁচ গরু পাচারকারী। অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীর সহায়তায় ওই জঙ্গল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।
অন্য একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, পাঁচ গরু পাচারকারীকে আটকের পর তাদের গণপিটুনি দেয় গ্রামের লোকজন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে এদের গ্রেপ্তার করে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আটক সাহারানপুর জেলার বাসিন্দা নোমানকে (২৮) হাসপাতালে ভর্তি করা হলে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত নোমানের আত্মীয় ইমরান বাদী হয়ে পচ্ছদ থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গরু পাচারের ঘটনায় আটক অন্যরা হলেন, সাহারানপুর জেলার রামপুর গ্রামের ট্রাকচালক মোহাম্মদ নিশু (৩৭), গুলজার (২২), সালমান (২০) ও গুলফাম (২৪)। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে প্রাণীর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এর আগে ভারতের দাদরিতে গরুর মাংস খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।