সপ্তাহে দ্বিতীয়বারের মতো দিল্লিতে ভূমিকম্প অনুভূত

ভারতের হরিয়ানায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর এলাকায় এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। খবর এনডিটিভির।
আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দিল্লির পাশাপাশি হরিয়ানার রোহতক ও বাহাদুরগড় এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
এই নিয়ে দুই দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হলো। এর আগের দিন সকালে ৪.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প ঝাজ্জরের কাছাকাছি এলাকায় আঘাত হানে, যার প্রভাব পড়েছিল পুরো দিল্লি-এনসিআর জুড়ে।

উল্লেখ্য, দিল্লি সিসমিক জোন ৪-এ অবস্থিত, যা তুলনামূলকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) বলছে, এই জোনে সাধারণত ৫-৬ মাত্রার ভূমিকম্প ঘটে, তবে মাঝে মাঝে ৭-৮ মাত্রার ভূমিকম্পও দেখা যেতে পারে। ভূমিকম্প ঝুঁকির এই জোন নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
উত্তর ভারতে বিশেষ করে হিমালয় অঞ্চলে ভূমিকম্পের প্রধান কারণ হলো ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে চাপ সঞ্চয় করে এবং যখন সেই চাপ হঠাৎ মুক্তি পায়, তখনই ভূমিকম্প হয়।