ইউনিলিভারের প্রথম নারী সিইও কে এই প্রিয়া নায়ার

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (এইচইউএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রিয়া নায়ার। আগামী ১ আগস্ট থেকে তিনি এই নতুন পদে কাজ শুরু করবেন। এটি নায়ারের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ, কারণ তিনি হবেন হিন্দুস্তান ইউনিলিভারের প্রথম নারী সিইও। খবর গালফ নিউজের।
কোম্পানি ঘোষণা করেছে, ৩১ জুলাই বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রোহিত জাওয়া তার পদ থেকে সরে দাঁড়াবেন। নতুন সিইও হওয়ার পাশাপাশি নায়ার এইচইউএল বোর্ডের সদস্য হবেন এবং ইউনিলিভার লিডারশিপ এক্সিকিউটিভের সদস্যপদও বজায় রাখবেন।
প্রিয়া নায়ার ভারতের পুনের সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৫ সালে হিন্দুস্তান ইউনিলিভারে যোগ দেন। তিনি হোম কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার সেক্টরের বিক্রয় ও বিপণন বিভাগে নিবিড়ভাবে কাজ করে ব্যাপক সাফল্য অর্জন করেন। ২০২২ সালে তাকে গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার এবং ২০২৪ সালে বিজনেস গ্রুপ প্রেসিডেন্ট হিসেবে উন্নীত করা হয়। সার্ফ, ডাভ, অ্যাক্স, হুইলের মতো ইউনিলিভারের প্রধান ব্র্যান্ডগুলোর সাফল্যের পেছনে তার বড় অবদান রয়েছে।

এইচইউএলের চেয়ারম্যান নিতিন পারানজপে প্রিয়া নায়ারের সম্পর্কে বলেছেন, প্রিয়ার এইচইউএলের সঙ্গে একটি অসাধারণ কর্মজীবন রয়েছে। আমি নিশ্চিত, ভারতীয় বাজার সম্পর্কে তার চমৎকার অভিজ্ঞতা দিয়ে প্রিয়া এইচইউএলকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।