পদত্যাগ করলেন বিশ্বভারতীর উপাচার্য

নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে পদত্যাগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে পদত্যাগ করলেন নানা কাণ্ডে বিতর্কিত এই শিক্ষক।
গত বছরে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিল এক ছাত্রী। এরপর শেষ ছয় মাসে তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু সরকারি সমর্থন ছিল বলে সরেননি তিনি।
সম্প্রতি আর্থিক দুর্নীতি, যৌন হেনস্তাসহ একাধিক বিষয়ে অভিযোগের সত্যতা খুঁজতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। বিষয়টি নিয়ে গত মাসের শেষের দিকে তাঁকে কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছিল। ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টের দারস্থ হন তিনি।
তবে শেষরক্ষা হয়নি। উপাচার্যকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের কারণ দর্শানো নোটিশের উত্তর দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। তাঁর উত্তর পাওয়ার পর উপাচার্যকে বরখাস্তের সুপারিশ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। এরপরই আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।