মসজিদে নববীতে প্রথম তারাবি সম্পন্ন

সৌদি আরবের মদিনা মনোয়ারায় মসজিদে নববীতে গতকাল বুধবার রাতে প্রথম তারাবির নামাজে অংশ নেন প্রায় সাত লাখ মুসল্লি। ছবি : এনটিভি
সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র রমজান। গতকাল বুধবার রাতে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর মধ্যে মদিনা মনোয়ারায় মসজিদে নববীতে প্রথম তারাবির নামাজে অংশ নেন প্রায় সাত লাখ মুসল্লি। কানায় কানায় ভরে যায় পুরো মসজিদ। সুললিত সুমধুর কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত হৃদয় স্পর্শ করে নামাজিদের। প্রথম তারাবিতে ইমামতি করেন মাহমুদ খলিল কারি ও শেখ সালাহ আল বোদাইর।
এদিকে তারাবির আগে থেকে মদিনা শহরটি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। দর্শনার্থীদের কথা বিবেচনা করে সরকারিভাবে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদে নববীর বাইরে আলোর ব্যবস্থা, ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র চালু করা হয়েছে। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে হজযাত্রীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা করা হয়।