ইসরায়েল আবার ভুল করলে এমন জবাব পাবে, যা আগে কখনও দেখেনি : ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি দেশটির বিরুদ্ধে আরও একবার আগ্রাসন চালায়, তাহলে তাদের ‘আরও কঠিন চপেটাঘাত’ খেতে হবে, যা আগে কখনও দেখেনি। স্থানীয় সময় বুধবার (২ জুলাই) লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আব্দোলরাহিম মুসাভি এই সতর্কবার্তা দেন। খবর প্রেস টিভির।
মুসাভি জোর দিয়ে বলেন, গত মাসে ইসরায়েল-মার্কিন হামলার জবাবে সমস্ত সক্ষমতা ব্যবহার করেনি ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সরকার সাম্প্রতিক আগ্রাসনে বড় পরাজয়ের শিকার হয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি, যদি তারা এমন কোনো ভুল আবারও করে, তাহলে তারা ইরানের জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন চপেটাঘাত খাবে।
মুসাভি আরও উল্লেখ করেন, ইসরায়েল ও তাদের সমর্থকরা বহু বছর ধরে ইসলামিক প্রজাতন্ত্রকে আঘাত করার জন্য শক্তি সঞ্চয় করছে। ইরানের শত্রুরা পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলামিক প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করে দেশকে বিভক্ত করতে চাইছে।
গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল। যেখানে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এক পর্যায়ে আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদসহ ওই অঞ্চলের কৌশলগত স্থানগুলোতে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এরপর গত ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়।
শীর্ষ এই জেনারেল বলেন, ইসরায়েলি সরকার যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছিল, যাতে তারা যুদ্ধে বিধ্বস্ত ক্ষতিগুলো পুনর্গঠন করতে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমরা একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় এবং যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন সক্ষমতা দেখতে পাবে যা এখনও ব্যবহৃত হয়নি।

মুসাভি আরও জোর দিয়ে বলেছেন, তেহরান কখনোই তাদের মৌলিক অবস্থান ত্যাগ করবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সমর্থনও অন্তর্ভুক্ত।