ইসরায়েলি বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ২ ইরানি গার্ডের মৃত্যু

ইসরায়েলি হামলার পর তেহরানে ধ্বংস স্তূপ পরিষ্কার করছে উদ্ধারকর্মীরা। এএফপির ফাইল ছবি
গত মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পশ্চিম ইরানের একটি এলাকায় বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (৬ জুন) খোররামাবাদে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জায়োনবাদী শাসনের আগ্রাসনে ফেলে যাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার আইআরজিসির দুই সদস্য নিহত হয়েছেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের ১২ দিনের ওই হামলায় ইরান জুড়ে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এই নতুন ঘটনা ইরানের নিরাপত্তা বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত যখন তারা ইসরায়েলি হামলার সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলা করছেন।