ক্ষুধা ও রোগকে যুদ্ধের অস্ত্র বানাচ্ছে ইসরায়েল : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

গাজা উপত্যকায় ক্ষুধা ও রোগকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল- এমনটাই অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এটিকে গণহত্যার অংশ বলে অভিহিত করেছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে বিশ্ব যখন ব্যস্ত ছিল, তখনও গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত ছিল। বর্তমানে সেখানে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাসিন্দারা ক্ষুধা ও রোগে ভুগছেন, যা তাদেরকে ভাঙনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
মানবাধিকার সংস্থাটি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে। আরও হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজায় ত্রাণ সরবরাহে ‘বেআইনি অবরোধ’ আরোপের অভিযোগও এনেছে। সংস্থাটি জানিয়েছে, শতশত সাহায্যবাহী ট্রাক ফিলিস্তিনি উপত্যকার বাইরে আটকে আছে। ট্রাকগুলো ইসরায়েলি অনুমতির অপেক্ষায় রয়েছে। এই অবরোধের কারণে গাজার বেসামরিক জনগণের মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।