ঘাড় ভেঙে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশের

পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। চিকিৎসকের সূত্রে তাঁর মুখপাত্র জিম ম্যাকগ্রাথ রয়টার্সকে জানিয়েছেন, তাঁর ঘাড়ের একটি হাড় ভেঙে গেছে। তিনি আরো জানিয়েছেন, ৯১ বছর বয়সী বুশ বুধবার সকালে গ্রীষ্মকালীন আবাস মেইনের কেনিবাংকপোর্টে নিজ বাড়িতে তিনি পড়ে যান। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকালে টুইটারে দেওয়া এক বার্তায় জিম ম্যাকগ্রাথ জানিয়েছেন, ‘সাবেক প্রেসিডেন্টের অবস্থা এখন স্থিতিশীল।’
সিএনএনের খবরে বলা হয় সাবেক এ প্রেসিডেন্ট পোর্টল্যান্ড নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পারকিনসন্স রোগে আক্রান্ত সিনিয়র বুশ চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করে থাকেন। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জর্জ এইচ ডাব্লিউ বুশ ১৯৮৮ সালে রিপাবলিকান প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্রের জীবিত সাবেক প্রেসিডেন্টদের মধ্যে বয়োজ্যেষ্ঠ।