যুক্তরাষ্ট্রে ইহুদিদের সমাধিতে ভাঙচুর, আরো হামলার ‘হুমকি’

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ইহুদির সমাধি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে।
ওই হামলার পর যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে ইহুদিদের ২০টি কমিউনিটি সেন্টার ও স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
ইহুদিদের সংগঠন এন্টি ডিফেমেশন লিগ (এডিএল) জানায়, চলতি বছরে পঞ্চমবারের মতো সমাধিতে হামলার ঘটনা ঘটল। এর আগে গত বছরে ইহুদিদের ৯০টি কমিউনিটি সেন্টারে বিভিন্নভাবে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবারও একইভাবে হুমকি দেওয়া হয়েছে।
এডিএলের প্রধান নির্বাহী জনাথন গ্রিনব্লাট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর এই হামলা এবং হুমকি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমরা প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি এবং ইহুদিদের এ সময়ে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করছি।’
জনাথন গ্রিনব্লাট উল্লেখ করেন, কেবল সমাধিতেই হামলা ও ভাঙচুর নয়, সাম্প্রতিক সময়গুলোতে ইহুদিদের ওপর আরো নানাভাবে হামলা হয়েছে। তিনি বলেন, ‘অসহিষ্ণুতা চারদিকে ছড়িয়ে পড়েছে।’
বিবৃতিতে ফিলাডেলফিয়ার মাউন্ট ক্যারামেল সমাধিতে অন্তত ৭৫টি নামফলক ও পেনসিলভানিয়ার ২০০ বছরের পুরোনো সমাধিস্থলে দেড় শতাধিক সমাধি ভাঙচুরের কথা উল্লেখ করেন গ্রিনব্লাট।
এডিএলের প্রধান নির্বাহী জানান, এ ছাড়া মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস গির্জাতেও হামলার চেষ্টা হয়েছে, যা সাধারণ মানুষের চেষ্টায় প্রতিহত করা গেছে।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর একের পর এক ধর্মীয় স্থানে হামলা হচ্ছে। বিষয়টি নিয়ে সরব স্থানীয় গণমাধ্যমও।
অন্য সম্প্রদায়ের লোকজনও ইহুদিদের এই ক্ষতিতে সহানুভূতিশীল বলে উল্লেখ করেন গ্রিনব্লাট। তিনি জানান, প্রাচীন সমাধিস্থলে ভাঙচুরের পর মুসলিমদের একটি সংগঠন এটি মেরামতে ৫৫ হাজার ডলার অর্থ সংগ্রহ করেছে।