বাংলাদেশকে যে কাজে মনোযোগ দিতে বললেন ওয়াসিম আকরাম

এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বোলাররা বাংলাদেশের জন্য ফাইনালের পথটা সহজ করে দিয়েছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে ফিরিয়েছে খালি হাতে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে সহজ ম্যাচটাও হেরে বসেছে।
এশিয়া কাপে গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ১১ রানে। বাংলাদেশে হারলেও বোলাররা সকলের মন জয় করে নিয়েছেন। ম্যাচ শেষে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম প্রশংসা করেছেন রিশাদ-তাসকিন-মুস্তাফিজদের। আবার বাংলাদেশের ব্যাটারদেরে ব্যর্থতা নিয়েও কথা বলেছেন। ভালো খেলতে বাংলাদেশের ব্যাটারদের প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন এই সাবেক পেসার।
বাংলাদেশের ব্যাটারদের খেলার আপ্রোচকে ভালোভাবে দেখেননি আকরাম। নতুন বলে না দেখে খেলাকে ভুল পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন তিনি। এই বিষয়ে আকরাম বলেন, আমার মনে হয় বাংলাদেশ দারুণ বোলিং করেছে। পাকিস্তানকে তারা মাত্র ১৩৫ রানে আটকে দিয়েছে। তারা যখন ব্যাটিংয়ে নামে তখন তাদের পরিকল্পনা হওয়া উচিত ছিল নতুন বলটা দেখে খেলা এবং ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪০ রান তোলা।
ওয়াসিম আকরাম বলেন, দেখুন আমি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট সেভাবে অনুসরণ করি না। কিন্তু আপনাকে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকেই আপনি প্রপার ব্যাটার পাবেন। আমার মনে হয় এটাই সমাধান। অনেকদিন ধরেই আমি এটা বলে আসছি। কারণ আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। সুতরাং প্রথম শ্রেণির ক্রিকেটে নজর দাও।