বিসিবির পাওনা টাকা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়ে আলোচনা চলছে দ্বাদশ আসর নিয়ে। কিন্তু গত আসরের বিতর্কের এখনো অবসান হয়নি। এখনো টাকা বুঝে পায়নি ক্রিকেটাররা, বিসিবিও বুঝে পায়নি ফ্র্যাঞ্চাইজি ফি। এই বিতর্কে নাম আছে চিটাগং কিংসের।
গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনা চিটাগং কিংসের মালিকের কাছে ৪৬ কোটি টাকা পায় বিসিবি। এই টাকা আদায়ের জন্য দলটির মালিক সামির কাদের চৌধূরীকে আইনি নোটিশও পাঠিয়েছে বোর্ড।
আজ সোমবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সেই আইনি নোটিশের কথা স্বীকারও করেছেন সামির কাদের। তবে টাকার অংক নিয়ে জানিয়েছেন ভিন্ন কথা। এত কোটি টাকার বিষয়ে অবগত নন তিনি।
সামির কাদের বলেন, ‘এতদিন পর আজ কজন বিসিবি পরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, তারা দ্রুতই বসে সমাধান করবেন বিষয়টি। এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেন যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।’
আলোচনা আছে চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা পাবে বিসিবি। এটা নিয়ে সামির কাদের বলেন, ‘বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকার ফিগার। কিন্তু এই ফিগারটা কোথা থেকে এসেছে এটার কোনো উত্তর নেই। মজার বিষয় হলো, এই ৪৬ কোটি টাকার ফিগারটা নিয়ে উনাদের কাছেও কোনো জবাব নেই, আমার কাছেও কোনো জবাব নেই।’
আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে চিটাগং কিংসের মালিক বলেন, ‘আজ থেকে মাসখানেক আগে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ৪৬ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেটার বিপক্ষে আমরা একদিন পরেই বিসিবিকে উত্তর দিয়েছি। লিগ্যাল নোটিশের পর থেকে আমার পক্ষ থেকে বারবার বার্তা যায় বসার জন্য। বসে সমাধান করার চেষ্টা আমি করেছি।’