বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে যা জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১টি আসর পার হলেও এখনো অনেক ক্ষেত্রেই এখনো প্রফেশনালিজম আসেনি। প্রায় প্রতিটি আসরেই সমালোচনার শীর্ষে থাকে বিপিএলের আয়োজন। সেই সমালোচনা দূর করতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিতে চায় বোর্ড।
গত কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচনার টেবিলে ছিল এই বিষয়টি। সমর্থকদের অপেক্ষা ছিল কোন প্রতিষ্ঠান পায় সেই দায়িত্ব সেটি দেখার। আজ শনিবার (৯ আগস্ট) বিসিবির বোর্ড মিটিংয়ে আলোচনাও হয়েছে এই বিষয়ে। তবে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি।
বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'
এর আগে গত মাসে বিপিএল আয়োজনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে আবেদন করতে বলেছিল বিসিবি। সেই আহ্বান অনুযায়ী আবেদন করেছিল মোট সাতটি প্রতিষ্ঠান। যেগুলোর মধ্যে ছিল- ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড, ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস এবং ট্র্যান্সপোর্ট গ্রুপ।
গত সপ্তাহে এর মধ্যে থেকে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নিয়েছিল বিসিবি। এরপর তিনটি প্রতিষ্ঠানের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বোর্ড।