নির্বাচকের দায়িত্ব ছেড়ে নির্বাচনের মাঠে আব্দুর রাজ্জাক

জমে ওঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। অনেক আলোচনা-সমালোচনা শেষে গতকাল কাউন্সিলরদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন। প্রথম দিনই দেখা গেল চমক। অনেকটা আলোচনার বাইরে থেকে এসে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু বিসিবি নির্বাচনের শর্ত হলো- জাতীয় দল কিংবা অন্য যেকোনো দলের নির্বাচকের দায়িত্বে থাকা যাবে না। তাহলে তিনি কিভাবে নির্বাচন করছেন? সেই প্রশ্নের উত্তর আব্দুর রাজ্জাক নিজেই দিয়েছেন। গণমাধ্যমকে বলেন, জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।
আজ দুপুরে বিসিবি ভবনে হাজির হয়ে মনোনয়নপত্র কেনেন আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন কিনেছেন তিনি।
নির্বাচক পদ ছেড়ে নির্বাচন করার কারণ জানিয়ে আব্দু রাজ্জাক বলেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এতোদিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে খুলনা বিভাগের জন্য কাজ করতে চান রাজ্জাক। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে জন্য কাজ করার ইচ্ছে তাঁর।
২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক কমিটিতে যোগ দেন আব্দুর রাজ্জাক। তখন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন, আরেক নির্বাচক হাবিবুল বাশার। গত বছর প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন, রয়ে যান রাজ্জাক।
তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর আগে আগামীকাল ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। পরের দিন ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্রের ওপর আপিল গ্রহণ ও শুনানি হবে। এরপর ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।