বিসিবি নির্বাচনে বুলবুল-তামিম সমঝোতা, কী বলছেন ক্রীড়া উপদেষ্টা?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরণের আলোচনা-সমালোচনার ঝড় বইছে ক্রিকটেপাড়ায়। মূল আলোচনাটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে নিয়ে। এই দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে সমঝোতা হওয়ার কথাও শোনা যাচ্ছে। আসলেই তেমন কিছু হয়েছে কি না, তা নিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুলবুল ও তামিমের মাঝে সমোঝতা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘প্রার্থীদের মধ্যে কী হচ্ছে, না হচ্ছে সে ব্যাপারে আমি অবগত না। তবে, হতে পারে। তারা দুজনই সাবেক ক্রিকেটার। একজন অগ্রজ আরেকজন অনুজ। তারা দুজনই ক্রিকেটের ভালোর জন্যই চাচ্ছেন এমন একটা জায়গায় যদি তারা আসতে পারেন, যেখানে আসলে ক্রিকেটের ভালোটা নিশ্চিত করা যায়।’
তামিম ও বুলবুল দুজনেই পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজ (২৮ সেপ্টেম্বর) জমাও দিয়েছেন। লড়াইয়ের মঞ্চটা সেজেছে ভালোভাবেই।
আসিফ মনে করেন যোগ্য প্রার্থীরই বোর্ডে আসা উচিত। এমন কেউ না আসুক যিনি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে দল হিসেবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে বাধা আসতে পারে।
আসিফ বলেন, ‘অনেক সময় দেখা যায় কোনো কারণে দুর্ঘটনাক্রমে এমন লোকজনও চলে আসতে পারে বোর্ডে, যারা আসলে বোর্ডের জন্য বা ক্রিকেটের জন্য যোগ্য না। তারা ক্রিকেটের জন্য ক্ষতিকরও হতে পারে। সেক্ষেত্রে যারা ইলেকশন করছেন তাদের মধ্যে হতে পারে কোনো সমঝোতা হলো না, কিন্তু এমন একটা বোঝাপড়া হওয়া উচিত যে বোর্ডটাকে কীভাবে সামনের দিনে পরিচালনা করবেন। এটা আমার মনে হয়েছে জরুরি। না হলে বোর্ড একটা দল হিসেবে কাজ করতে পারবে না।’