তফসিল ঘোষণার পর পেছাল বিসিবি নির্বাচন

দেশের ক্রিকেট পাড়ার আলোচনার টেবিলের বড় একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। শুরুতে জানা গিয়েছিল, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তবে পিছিয়ে গেছে নির্বাচনের সময়।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানেই দেখা যায়, পিছিয়ে গেছে নির্বাচনের দিন। পূর্বে ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা শোনা গেলেও নির্বাচন পিছিয়ে গেছে দুই দিন। তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
তফসিল অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরেরদিন ২৩ সেপ্টেম্বর খসরা ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর ২৪ সেপ্টেম্বর শুনানী হবে আপত্তি। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিন। বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মনোনয়নপত্র। ৩০ সেপ্টেম্বর চলবে মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল গ্রহণ ও শুনানী।
পয়লা অক্টোবর দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপর দুপুর ২টার সময় প্রকাশ করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। সেই দিনই বিকেল ৪টার সময় সম্ভব হলে বিসিবির ওয়েবসাইটে পোস্টাল/ই-ব্যালট প্রকাশ করা হবে।
সব প্রক্রিয়া শেষে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফলাফর প্রকাশ করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। যেই ফলাফল প্রকাশ করা হবে রাত ৯টায়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি বোর্ড সভাপতি নির্বাচন হয় না। প্রথমে কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর বাহিরে দুজন পরিচালককে সরাসরি মনোনিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন।
বিসিবির পরিচালক নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। ক্যাটাগরি ১-এ ঢাকাভিত্তিক ক্লাবগুলোর ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ২-এ দেশের ৮টি বিভাগ ও ৬৪টি জেলার কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ৩-এ অন্যান্য প্রতিনিধি কোটা থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন।