‘সত্য ও নির্ভরযোগ্য তথ্যের চাহিদা পূরণে এনটিভির ভূমিকা গুরুত্বপূর্ণ’

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংবাদ, বিনোদন এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এনটিভি দীর্ঘ ২২ বছর ধরে যে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
গণমাধ্যম হিসেবে এনটিভি জনগণের সত্য ও নির্ভরযোগ্য তথ্যের চাহিদা পূরণে যেমন সচেষ্ট, তেমনি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আমরা আশা করি, আগামীতেও এনটিভি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে অব্যাহত ভূমিকা রেখে যাবে।
সুপার স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে আমি এনটিভির এই গৌরবময় যাত্রায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
লেখক : পরিচালক, সুপার স্পেশালাইজড হাসপাতাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়