গাইবান্ধায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসন, রাজনীতি, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল কবির।
এসময় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্ব সাজাদুর রহমান সাজু এবং থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার।
অনুষ্ঠানে গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজের ব্যাপক অংশগ্রহণ ছিল। তাঁদের মধ্যে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামাল, সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু ও গোপাল মহন্ত, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, এনটিভি অনলাইনের (সাঘাটা, ফুলছড়ি) সংবাদদাতা মোস্তাফিজুর রহমান ফিলিপস্, (সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর) সংবাদদাতা লিটন প্রামাণিক এবং গোবিন্দগঞ্জের সংবাদদাতা খায়রুল বাসার।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে এনটিভির সমৃদ্ধ পথচলা এবং গণমাধ্যমে এর ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে এনটিভির অবিচল প্রতিশ্রুতি তুলে ধরেন।