ঝিনাইদহে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সংস্কৃতিক সংগঠন, রোভার-স্কাউট, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এরপর প্রেসক্লাব অডিটরিয়ামে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে এনটিভির সংবাদ, অনুষ্ঠানমালার প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আমির অধ্যাপক আলি আজম মুহাম্মদ আবু বক্কর, সেক্রেটারি আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জাতীয় নাগরিক পার্টির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, সিটিজেন ফোরাম ঝিনাইদহের সভাপতি ফজলুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহমেদ নাসিম আনসারী, জেলা পরিবেশক সমিতির সহসভাপতি আব্দুস সবুর, সাংবাদিক আজিজুর রহমান সালাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর রহমান লিটনসহ আরও অনেকে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ ঝিনাইদহের উপপরিচালক (উপসচিব) ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরাম জাকারিয়া, জেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আলীম, জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরগুলোর কর্মকর্তারা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
এতে সঞ্চালনা করেন এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারে এনটিভি দেশ সেরা বলে মন্তব্য করেন আলোচকরা। দীর্ঘ পথচলার সঙ্গে জড়িত সংবাদকর্মী, কলাকুশলী এবং এনটিভির চেয়ারম্যানসহ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত অতিথিরা। আগামীতে সমাজের দিকনির্দেশক হিসাবে ‘সময়ের সাথে আগামীর পথে স্লোগান’ নিয়ে এনটিভি ও এনটিভি অনলাইন আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সঞ্চলক ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান।

সকাল থেকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে জেলা প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। শ্রমিক, দিনমজুর, পথচারীরাও ছুটে আসেন সেখানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রোভার-স্কাউট দলের বাদ্যের তালে সাধারণ মানুষের উপস্থিতিতে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।