নওগাঁয় এনটিভির বর্ষপূর্তি উদ্যাপন

নওগাঁয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে পালিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছর পূর্তি ও ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. হাছানাত আলী।
প্রেসক্লাবের সভাপতি এএসএম রায়হান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়।
সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, কায়েস উদ্দিন, এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম, অ্যাডভোকেট হাফিজুর রহমান চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ এবং সাধারণ সম্পাদক সবুজ হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাব, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনরা অংশ নেন।
বক্তারা এনটিভির ২৩ বছরের পথচলায় নির্ভুল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এনটিভি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবে।